প্রয়াগরাজ, ৪ মে (হি.স.) : উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলার পুরামুফতি থানার অন্তর্গত এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায়
ঘটে। রবিবার সকালে দুর্ঘটনায় প্রাণ হারান এক রিকশা চালক। ঘটনাটি ঘটেছে মান্দার মোড়ের কাছে। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটিতে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান দিলীপ কুমার (৩২)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দিলীপ কুমার জনিকা জান্তা গ্রামের বাসিন্দা। রবিবার সকালে নিজের খামার থেকে কাঁঠাল বোঝাই করে বাজারে যাচ্ছিলেন তিনি। সেই সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা রিকশাটিকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য