গুয়াহাটি, ৬ মে (হি.স.) : আগামীকাল বুধবার (৭ মে, ২০২৫) অসমে ত্ৰিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় তথা অন্তিম দফার ভোট। সকাল ৭:৩০টা থেকে বিকাল ৪:৩০টা পৰ্যন্ত ভোট হবে নিম্ন অসমের ধুবড়ি, দক্ষিণ শালমারা মানকাচর, গোয়ালপাড়া, বঙাইগাঁও, বরপেটা, বজালি, নলবাড়ি, কামরূপ, কামরূপ (মেট্রো)-র একাংশ, হোজাই, নগাঁও, মরিগাঁও এবং দরং জেলায়। ইতিমধ্যে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেছেন কয়েক হাজার ভোটকর্মী। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রাজ্য নির্বাচন কমিশন এবং সাধারণ ও পুলিশ প্রশাসন।
প্রসঙ্গত, গত ২ মে অনুষ্ঠিত হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের প্রথম দফার ভোট। প্ৰথম দফার ভোট হয়েছিল বরাক উপত্যকার তিন জেলা যথাক্ৰমে কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি সহ তিনসুকিয়া, ডিব্রুগড়, চড়াইদেও, গোলাঘাট, শিবসাগর, মাজুলি, যোরহাট, ধেমাজি, লখিমপুর, শোণিতপুর এবং বিশ্বনাথ জেলায়।
এবারের পঞ্চায়েত নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১,৮০,৩৬,৬৮২, যা ২০১৮ সালের তুলনায় ১৩.২৭ শতাংশ বেশি। এর মধ্যে পুরুষ ভোটার ৯০,৭১,২৬৪ জন; মহিলা ভোটার ৮৯,৬৫,০১০ জন এবং অন্যান্য ৪০৮ জন।
দুই দফায় অনুষ্ঠিত ভোটের গণনা এবং ফলাফল ঘোষণা হবে ১১ মে। প্ৰসঙ্গত, ২৮টি জেলায় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাকি সাতটি জেলা সংবিধানের ষষ্ঠ তফশিলের অন্তৰ্ভুক্ত এবং স্থানীয় পর্যায়ে স্বশাসিত পরিষদের অধীনে থাকায় ওই জেলাগুলিতে পঞ্চায়েত ভোট হচ্ছে না।
রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গোটা রাজ্যে মোট ৩৪৮টি জেলা পরিষদ এবং আঞ্চলিক পরিষদ আসনে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। এর মধ্যে নির্দলীয় ছাড়া ৩২৫টি আসনে বিজয়ী হয়েছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস