নয়াদিল্লি, ৭ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুরের প্রশংসা করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং সমমনস্ক সংগঠনগুলি।
আরএসএসের অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর 'অপারেশন সিঁদুর'-কে নিপীড়িতদের ন্যায়বিচার প্রদানের সূচনা হিসেবে বর্ণনা করে বলেছেন যে, ন্যায়বিচার হয়েছে। দেশ এর সঙ্গে আছে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।
বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি )-ও 'অপারেশন সিঁদুর'-এর সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছে। তাদের তরফে জানানো হয়েছে, জিহাদি পাকিস্তানের ঘরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে আমাদের সাহসী সেনাবাহিনী প্রমাণ করেছে যে ভারতের সার্বভৌমত্ব নিয়ে যারা খেলবে তাদের আর রেহাই দেওয়া হবে না। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র তরফে জানানো হয়েছে, অপারেশন সিঁদুরের সময় ভারতীয় সেনাবাহিনীর অভূতপূর্ব সাহসিকতাকে আমরা কুর্নিশ জানাই। জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত হওয়া পাক অধিকৃত কাশ্মীরে এই পদক্ষেপ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের শূন্য সহনশীলতা নীতির প্রতিফলন। আমাদের সমগ্র জাতি ঐক্যবদ্ধ - জয় হিন্দ, ভারত মাতা কি জয়।
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলার প্রতিশোধ নিয়েছে ভারত। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে আঘাত হানে ভারত। পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের অভ্যন্তরে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনা অভিযান চালায়। এই অভিযানের নাম দেওয়া হয় 'অপারেশন সিঁদুর'। মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত হানে ভারত। পহেলগামে জঙ্গিহানার জবাবে জঙ্গিঘাঁটি লক্ষ করে প্রবল আক্রমণ হানে ভারতীয় সশস্ত্র বাহিনী। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বহাওয়ালপুরে এবং পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারত আঘাত হেনেছে ভারত। লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদের সন্ত্রাসী ঘাঁটি বলে পরিচিত এলাকাগুলিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ৯টি স্থানের মধ্যে রয়েছে বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের সদর দফতর এবং পাকিস্তানের পঞ্জাবের মুরিদকেতে লস্কর-ই-তৈবার সদর দফতর।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ