হাফলং (অসম), ৯ মে (হি.স.) : রাজ্যের ভিতরে পৃথক স্বশাসিত রাজ্যের দাবিতে কার্বি পাহাড় ও ডিমা হাসাও জেলায় আন্দোলন পুনরায় তীব্রতর হচ্ছে। রাজ্যের ভিতরে পৃথক স্বশাসিত রাজ্যে গঠনের দাবিতে আগামী ১৩ মে ২৪ ঘণ্টার কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং এবং ডিমা হাসাও জেলা বনধ-এর ডাক দিয়েছে ফোরাম ফর হিলস্ অটোনমাস স্টেট মুভমেন্ট কমিটি।
এক প্রেস বিবৃতিতে ফোরাম ফর হিলস অটোনমাস স্টেট মুভমেন্ট কমিটির যুগ্ম-আহ্বায়ক জেমস হানসে জানিয়েছেন, ভারতীয় সংবিধানের ২৪৪(ক) অনুচ্ছেদ অনুসারে কার্বি আংলং ও ডিমা হাসাও জেলাকে নিয়ে রাজ্যের ভিতরে পৃথক স্বশাসিত রাজ্য গঠনের দাবি এই দুটি পাহাড়ি জেলার মানুষের দীর্ঘদিনের দাবি। কিন্তু কেন্দ্রীয় সরকার পৃথক স্বশাসিত রাজ্যের দাবি নিয়ে এখন পর্যন্ত কোনও পদক্ষেপ গ্রহণ না করায় আগামী ১৩ মে ২৪ ঘণ্টার কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং এবং ডিমা হাসাও জেলা বনধ-এর ডাক দেওয়া হয়েছে।
বিবৃতিতে তিনি জানান, বনধ শুরু হবে ১৩ মে সকাল ৫-টা থেকে। চলবে ১৪ মে সকাল ৫-টা পর্যন্ত। আহূত ২৪ ঘণ্টার বনধকে সমর্থন জানিয়েছে এপিএইচএলসি, এএসডিসি, কার্বি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (কেএসএ), কেএনসিএ সহ স্থানীয় আরও অন্যান্য বিভিন্ন সংগঠন।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব