সিঙ্গাপুরের নিশানধারী জাহাজের ১৮ সদস্য উদ্ধার, দুজনের অবস্থা আশঙ্কাজনক
ম্যাঙ্গালুরু, ১০ জুন (হি.স.): ম্যাঙ্গালুরুতে আগুনে পুড়ে যাওয়া মালবাহী জাহাজ থেকে ১৮ জনকে উদ্ধার করা হল। ১০ জুন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সিঙ্গাপুরের পতাকা লাগানো থেকে জাহাজ থেকে উদ্ধার করা হয় জাহাজের ১৮ জন সদস্যকে। এর পরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস
কেরলে সিঙ্গাপুরের জাহাজে ভয়াবহ বিস্ফোরণ


ম্যাঙ্গালুরু, ১০ জুন (হি.স.): ম্যাঙ্গালুরুতে আগুনে পুড়ে যাওয়া মালবাহী জাহাজ থেকে ১৮ জনকে উদ্ধার করা হল। ১০ জুন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সিঙ্গাপুরের পতাকা লাগানো থেকে জাহাজ থেকে উদ্ধার করা হয় জাহাজের ১৮ জন সদস্যকে। এর পরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস সুরাট তাঁদেরকে নিরাপদে পানাম্বুরে নিউ ম্যাঙ্গালুরু বন্দর কর্তৃপক্ষের কোস্ট গার্ড বার্থে নিয়ে আসে। উদ্ধার করা সদস্যদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। চার জনের সামান্য আঘাত লেগেছে এবং বারো জন নানা ভাবে জখম হয়েছেন। আহতদের সোমবার রাতেই কুন্তিকানার এজে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এজে হাসপাতালের প্লাস্টিক সার্জন ডাঃ দীনেশ কদম বলেন, আমরা ছয়জন রোগীকে ভর্তি করেছি। তাদের সকলেরই শরীরে আগুন লেগেছে। তিনজন চীনা নাগরিক, দুজন বার্মার এবং একজন ইন্দোনেশিয়ার। দুজন গুরুতর আহত যাদের ৩৫-৪০% পুড়ে গেছে। মূলত তাদের শ্বাসনালীর দহন অনেক বেশি গুরুতর। তাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। আমাদের কয়েকদিন ধরে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে।

উল্লেখ্য, সোমবার কেরল উপকূলে সিঙ্গাপুরের নিশানধারী পণ্য়বাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণ হয়। খবর পেয়েই সাহায্য়ের জন্য় ছুটে যায় ভারতীয় রণতরী আইএনএস সুরাট। উদ্ধারকাজে পাঠানো হয় যুদ্ধবিমানও। জানা গিয়েছে, মুম্বইয়ের মেরিটাইম অপারেশন সেন্টার প্রথম বিস্ফোরণের খবর পায়। তারা খবর পাঠায় কোচিতে। এরপরই তৎপর হয়ে ওঠে ভারতীয় নৌসেনা। সোমবার সকাল সাড়ে ১১টায় আইএনএস সুরাট-কে ঘটনাস্থলে পাঠানো হয়। কোচির নৌসেনা ঘাঁটি থেকে একটি যুদ্ধবিমানও পাঠানো হয় ঘটনাস্থলে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande