লেখক ফ্রেডেরিক ফোরসিথ প্রয়াত
নয়াদিল্লি ও লন্ডন, ১০ জুন (হি.স.): কখনও তাঁর হাত ধরে ফরাসি প্রেসিডেন্ট শার্ল দ্য গলকে হত্যার ষড়যন্ত্রের কাহিনির রসাস্বাদন করেছেন পাঠক। কখনও অবাক হয়ে দেখেছেন আরবে জন্মগ্রহণ করা এক প্রাক্তন ব্রিটিশ কমান্ডো কেমন ভাবে হয়ে উঠেছেন ‘আফগান’। প্রতি মুহূর্তে
লেখক ফ্রেডেরিক ফোরসিথ প্রয়াত


নয়াদিল্লি ও লন্ডন, ১০ জুন (হি.স.): কখনও তাঁর হাত ধরে ফরাসি প্রেসিডেন্ট শার্ল দ্য গলকে হত্যার ষড়যন্ত্রের কাহিনির রসাস্বাদন করেছেন পাঠক। কখনও অবাক হয়ে দেখেছেন আরবে জন্মগ্রহণ করা এক প্রাক্তন ব্রিটিশ কমান্ডো কেমন ভাবে হয়ে উঠেছেন ‘আফগান’। প্রতি মুহূর্তে কাহিনির অদ্ভূত মোচড়ে পাঠকদের তাক লাগিয়ে দেওয়া সেই ফ্রেডরিক ফোরসিথ চলে গেলেন। বছর ছিয়াশির যে লেখকের হাত ধরে কার্যত সাহিত্যের এক ধারার নতুন সংজ্ঞা তৈরি হয়েছিল। জানা গেছে, কিছু দিন ধরে অসুস্থ ছিলেন ফোরসিথ। সোমবার মৃত্যু হয় তাঁর।

ফ্রেডেরিক ফোরসিথ ২৫টিরও বেশি উপন্যাস লিখেছেন। এই উপন্যাসগুলির ৭০ মিলিয়ন কপি বিশ্বব্যাপী বিক্রি হয়েছে। ১৯৩৮ সালে কেন্টে জন্ম ফোরসিথের। ১৮ বছর বয়সে আরএএফ-এ যোগ দেন তিনি। এরপর তিনি বিবিসি এবং রয়টার্সের যুদ্ধ সংবাদদাতা হন। ২০১৫ সালে তিনি প্রকাশ করেন যে তিনি ২০ বছরেরও বেশি সময় ধরে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-৬-এও কাজ করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande