১৩ বছর ধরে মামলা লড়ে স্বাস্থ্যবীমার টাকার হক
মৌসুমী সেনগুপ্ত দেহরাদুন, ১০ জুন (হি.স.): ১৩ বছর ধরে মামলা লড়ে স্বাস্থ্যবীমার টাকার মুখ দেখতে চলেছেন উত্তরাখণ্ডের বনশল দম্পতি। জগন্নাথ বনশল নামে এক ব্যক্তি ন্যাশনাল ইনসিওরেন্স কোম্পানি লিঃ (এনআইসিএল)-এর স্বাস্থ্যবীমা (মেডিক্লেম) করেছিলেন। ২০১২-তে
১৩ বছর ধরে মামলা লড়ে স্বাস্থ্যবীমার টাকার হক


মৌসুমী সেনগুপ্ত

দেহরাদুন, ১০ জুন (হি.স.): ১৩ বছর ধরে মামলা লড়ে স্বাস্থ্যবীমার টাকার মুখ দেখতে চলেছেন উত্তরাখণ্ডের বনশল দম্পতি।

জগন্নাথ বনশল নামে এক ব্যক্তি ন্যাশনাল ইনসিওরেন্স কোম্পানি লিঃ (এনআইসিএল)-এর স্বাস্থ্যবীমা (মেডিক্লেম) করেছিলেন। ২০১২-তে তাঁর কিডনির প্রয়োজন হলো। কিডনি দান করেন স্ত্রী রানু। দুজনই হাসপাতালে ভর্তি হন। অস্ত্রোপচার হয় দুজনেরই। কিডনি প্রতিস্থাপন হয়। কিন্তু এনআইসিএল জগন্নাথবাবুর খরচ দিলেও রানুর কোনও খরচ দিতে রাজি নয়।

বনশল দম্পতি উত্তরাখন্ড স্টেট কনজিউমার কমিশনের শরনাপন্ন হন। মঙ্গলবার কমিশন সূত্রে জানা গেল, তারা এনআইসিএল-কে রানুর হাসপাতাল সংক্রান্ত খরচ সুদ-সহ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে বনশল দম্পতিকে মিটিয়ে দিতে হবে ক্ষতিপূরণও।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande