কলকাতা, ১০ জুন (হি.স.): মোদী সরকারের ১১ বছর পূর্তিতে কলকাতায় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। এতগুলো বছর ধরে এই সরকার কী কী করেছে তা গোটা দেশের সামনে তুলে ধরবে বিজেপি। প্রত্যেকটি রাজ্যে সাংবাদিক বৈঠক করে তা তুলে ধরবেন মোদী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা। মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠক করবেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব। এদিন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে কলকাতা বিমানবন্দরে স্বাগত জানান রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ