বিষয় 'অপারেশন সিঁদুর', গান, প্রশ্ন, বিতর্কে সরগরম বিধানসভা
কলকাতা, ১০ জুন (হি.স.): রাজ্য বিধানসভায় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে গান গাইলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রশ্ন তোলেন বিজেপি-র অগ্নিমিত্রা পাল। ব্রাত্য অধিবেশনে জানান, পাকিস্তানি জঙ্গিরা বেছে বেছে হিন্দুদের খুন করে। কেন এমনটা হল জানা নেই। তবে জঙ্গ
বিষয় 'অপারেশন সিঁদুর', গান, প্রশ্ন, বিতর্কে সরগরম বিধানসভা


কলকাতা, ১০ জুন (হি.স.): রাজ্য বিধানসভায় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে গান গাইলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রশ্ন তোলেন বিজেপি-র অগ্নিমিত্রা পাল।

ব্রাত্য অধিবেশনে জানান, পাকিস্তানি জঙ্গিরা বেছে বেছে হিন্দুদের খুন করে। কেন এমনটা হল জানা নেই। তবে জঙ্গিহামলা থেকে বাঁচাতে গিয়ে নিহত হয়েছেন কাশ্মীরের এক টাট্টুওয়ালা। তিনি মুসলমান। তাই এই ‘যুদ্ধ’কে হিন্দু এবং মুসলমানের বলে চিহ্নিত করা উচিত নয়। তাঁর পর বক্তব্য রাখেন বিজেপি বিধায়ক অসীম সরকার।

ব্রাত‍্যর বক্তব্যের কয়েকটি অংশ নিয়ে একমত নন বিরোধী দলনেতা। বিষয়টি দেখে ‘অ‍্যাডজাস্ট’ করা হবে বলে জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে, বিজেপির কবিয়াল বিধায়ক অসীম নিজের বক্তব্য গানের মাধ্যমে শোনান। তার পর রাজবংশী ভাষায় বক্তৃতা দেন বিজেপির আনন্দময় বর্মণ।

‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষিতে সেনাবাহিনীকে শ্রদ্ধাজ্ঞাপন করা হল বিধানসভায়। কিন্তু প্রস্তাবে কেন ‘সিঁদুর’ নাম রাখা হল না? বিধানসভায় এই প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিজেপির কুমারগ্রামের বিধায়ক মনোজ ওঁরাও অভিযোগের সুরে বলেন, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতিত্ব দেওয়া হচ্ছে না। বিবৃতি দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

এর আগে এ দিন বক্তৃতা করেন বিজেপির হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু। সাঁওতাল ভাষায় বক্তৃতা করেন তিনি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বক্তৃতা থামিয়ে দিয়ে বলেন, “আপনি কোন ভাষায় বক্তৃতা করবেন তা আমাদের আগে জানানো উচিত ছিল । শঙ্করবাবু (ঘোষ, বিজেপির বিধানসভার মুখ্য সচেতক) আপনি জানাতে পারতেন। তা হলে সে ভাবে ব‍্যবস্থা করা হোত।” পরে এই বিষয়টি উল্লেখ করে দেওয়ার নির্দেশ দেন স্পিকার।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande