শিলিগুড়ি, ১৪ জুন (হি.স.): পাচারের আগে ফল বোঝাই গাড়ি থেকে লক্ষ লক্ষ টাকার গাঁজা উদ্ধারের পাশাপাশি এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এনজেপি থানা পুলিশ। ধৃত অভিযুক্তের নাম দীপক কাপুর। তিনি কোচবিহার জেলার বাসিন্দা।
সূত্র অনুসারে, শনিবার বিকেলে এনজেপি থানা ফুলবাড়ি-গজলডোবার ক্যানাল রোডে অভিযান চালিয়ে একটি ছোট পণ্যবাহী গাড়ি থেকে ৭২ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। ফল বোঝাই গাড়িতে করে গাঁজা পাচার করা হচ্ছিল। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের পর পুলিশ গাড়ির চালককে গ্রেপ্তার করে। কোচবিহার থেকে মালদহে গাঁজা পাচার করা হচ্ছিল। এর আনুমানিক বাজার মূল্য ৭.৫ লক্ষ টাকা। অভিযুক্তকে রবিবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া