কসবা কাণ্ড: অত্যন্ত নিন্দনীয় ঘটনা, বিধানসভায় প্রতিক্রিয়া অধ্যক্ষের
কলকাতা, ১ জুলাই (হি. স.) : বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় মঙ্গলবার কসবার ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন - অত্যন্ত নিন্দনীয় ঘটনা। দলের তরফেও এবং সরকার উভয়পক্ষেই কড়া ভাষায় নিন্দা করা হয়েছে। এই ঘটনায় জড়িত যাঁরা তাদের কঠোর শাস্তি হোক এ
রাজ্য বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়


কলকাতা, ১ জুলাই (হি. স.) : বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় মঙ্গলবার কসবার ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন - অত্যন্ত নিন্দনীয় ঘটনা। দলের তরফেও এবং সরকার উভয়পক্ষেই কড়া ভাষায় নিন্দা করা হয়েছে। এই ঘটনায় জড়িত যাঁরা তাদের কঠোর শাস্তি হোক এবং তা যেন তাদের দেওয়া হয়। অধ্যক্ষের অভিমত - রাজ্য সরকারের পক্ষ থেকে সবাই এ নিয়ে একমত ও সর্বস্তরে নিন্দা। সরব হয়েছেন দলের সকলেই ও প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি আরও বলেন, দলের অনেকেই তো তাকেই চেনে না। উল্লেখ্য, অধ্যক্ষ এদিন বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। উপলক্ষ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে যোগদান। এক প্রশ্নের উত্তরে তিনি আরও জানান, সরকার ও দল উভয়ের তরফেই গোটা ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande