পূর্ব চম্পারণ, ১ জুলাই (হি.স.): প্রকাশ্য দিবালোকে একজন যোগাযোগ পরিষেবার এক অপারেটরকে গুলি করে দুষ্কৃতীরা ডাকাতি করে। পিপ্রা থানা এলাকার জামুনিয়া বলহি দেবী স্থানের কাছে ঘটনা ঘটে। জানা গেছে, দুষ্কৃতীরা নগদ ৫ লক্ষ টাকা, ল্যাপটপ এবং স্বাক্ষরিত অনেকগুলো চেক এবং অন্যান্য নথিপত্র লুট করে পালিয়ে যায়। আহত অপারেটর অনিরুদ্ধ কুমার সিংকে আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি তার হাতে লেগেছে।
পুলিশ জানিয়েছে, অনিরুদ্ধ বাড়ি থেকে নগদ টাকা এবং চেক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে গাড়িতে করে জামুনিয়া গ্রামে তার কাজে যাচ্ছিলেন। এরই মধ্যে দুটি বাইকে করে পাঁচজন দুষ্কৃতী তাকে ঘিরে ফেলে। তিনি প্রতিবাদ করলে দুষ্কৃতীরা অনিরুদ্ধের হাতে গুলি করে। গুলির শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীরা আহত অনিরুদ্ধকে হাসপাতালে নিয়ে যান। এই ঘটনার তদন্ত করতে ডিএসপির নেতৃত্বে একটি এসআইটি গঠন করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া