পশ্চিম সিংভূম, ১৮ জুন (হি.স.): বুধবার সকালে পশ্চিম সিংভূম জেলার রেলওয়ে শহর চক্রধরপুরের ইতোয়ারী বাজারে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত ব্যক্তির নাম তেরাই লোহার (৪০)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চক্রধরপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, প্রতিদিনের মতো বুধবার সকালেও তেরাই ছাতা নিয়ে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। বৃষ্টির কারণে বেশিরভাগ মানুষ ঘর থেকে বের হননি। এদিকে সকাল ৮:৪৫ নাগাদ স্থানীয় মানুষেরা মৃতদেহকে একটি ড্রেনে দেখতে পান। মৃতদেহ দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্তের পর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবার জানিয়েছে, তেরাই লোহার মৃগীরোগ ছিলেন এবং সেই কারণে ড্রেনে পড়ে গিয়েছিলেন বলে আশঙ্কা করা হচ্ছে । পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া