30 Jul 2025, 16:35 HRS IST

বিহারে পুরোহিতের নৃশংস খুনের অভিযোগ, গ্রেফতার দুই
পূর্ব চম্পারণ ,২৬ জুন (হি.স.) : বিহারের পূর্ব চম্পারণের এক মন্দিরের ভিতর থেকে উদ্ধার পুরোহিতের রক্তাক্ত মৃতদেহ। ঘটনাটি ঘটেছে ,বৃহস্পতিবার সকালে পিপরা থানার অন্তর্গত নতুন চক এলাকায় শিবমন্দিরে। জানা গেছে ,মৃত পুরোহিতের নাম হরি গিরি। তিনি বিগত ১৫ বছর
বিহারে পুরোহিতের নৃশংস খুনের অভিযোগ, গ্রেফতার দুই


পূর্ব চম্পারণ ,২৬ জুন (হি.স.) : বিহারের পূর্ব চম্পারণের এক মন্দিরের ভিতর থেকে উদ্ধার পুরোহিতের রক্তাক্ত মৃতদেহ। ঘটনাটি ঘটেছে ,বৃহস্পতিবার সকালে পিপরা থানার অন্তর্গত নতুন চক এলাকায় শিবমন্দিরে। জানা গেছে ,মৃত পুরোহিতের নাম হরি গিরি। তিনি বিগত ১৫ বছর ধরে ওই মন্দিরেই থেকে পূজা-আর্চা করতেন। এদিন ভোরে মন্দিরে পুজো দিতে এসে ভক্তরা প্রথম পুরোহিতের রক্তাক্ত দেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

এক পুলিশ আধিকারিক জানান, প্রাথমিকভাবে জমি সংক্রান্ত বিরোধের জেরেই খুন বলে অনুমান। বেদীবন এলাকার দুই বাসিন্দা রাহুল সিং ও অনিল সিংকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande