দক্ষিণেশ্বর মন্দির থেকে বের হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যাচ্ছেন রাজভবনে
কলকাতা, ৩০ জুলাই (হি. স.) : দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে আপ্লুত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে রাজভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি। কল্যাণী এইমসের সমাবর্তন অনুষ্ঠানের পর মেয়েকে নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছন। রাষ্ট্রপতিকে স্বাগত জান
দক্ষিণেশ্বর মন্দির থেকে বের হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু


কলকাতা, ৩০ জুলাই (হি. স.) : দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে আপ্লুত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে রাজভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি।

কল্যাণী এইমসের সমাবর্তন অনুষ্ঠানের পর মেয়েকে নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছন। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে আগে থেকেই উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, রাজ্যের মন্ত্রী অরূপ রায়-সহ অন্যান্যরা। রাষ্ট্রপতির এই সফর ঘিরে এদিন নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছিল গোটা এলাকা। বেলা বারোটার পর দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ ছিল মন্দিরে। বন্ধ ছিল ফেরি চলাচল। গঙ্গায় লাগাতার টহল জারি রেখেছিল ভারতীয় নৌসেনা।

সন্ধে ৬টা নাগাদ মন্দিরে ঢোকেন দ্রৌপদী মুর্মু। ধূপ-প্রদীপ দিয়ে আরতি করেন তিনি। ঠিক তখনই মায়ের হাত থেকে একটি ফুল গড়িয়ে পড়ে। সেটিকে আশীর্বাদ হিসাবে চেয়ে নেন রাষ্ট্রপতি। তাঁর মেয়ে ইতিশ্রী মুর্মু হাতের একটি আংটি মায়ের পায়ে ছুঁয়ে নেন। দক্ষিণেশ্বর মন্দিরের তরফে রাষ্ট্রপতির হাতে মানপত্র, বই, ভবতারিণী মায়ের এবং মন্দিরের ছবি তুলে দেওয়া হয়। প্রায় আধঘণ্টা থাকার পর মন্দির থেকে বেরিয়ে রওনা দেন রাষ্ট্রপতি।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande