কলকাতা, ৩১ জুলাই (হি. স.) : জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকে রাজধানী দিল্লিতে যোগদান করেন এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যেই অন্যতম হল - ইভিএম। প্রায় প্রতিটি ভোটদানের পর এ নিয়ে সরব বিরোধীরা। নির্বাচনের আগে ও পরে এনিয়ে বিতর্ক তুঙ্গে। এর পরিপ্রেক্ষিতেই জাতীয় নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে যে, ইলেকট্রনিক ভোটিং মেশিন যদি কেউ বাইরে থেকে অকেজো বা অন্যান্য উপায়ে পরিবর্তনের চেষ্টা করে তা ধরা পড়ে যাবে। লুকিয়ে রাখা সম্ভব নয়। বিভিন্ন রাজ্যকে সবিস্তারে তা জানিয়েছে। এদিন ওই তথ্য তুলে ধরেছেন তিনি এবং এ রাজ্যের সোশ্যাল মিডিয়া মারফৎ ফেসবুক পেজে তিনি প্রকাশ্যে আনেন বিষয়টিও। সম্পূর্ণভাবেই তা নিরাপদ এবং পুরো মাত্রায় স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি এ নিয়ে যাবতীয় বিতর্কের অবসানে এক নির্দেশিকা জারি করা হয়েছে।উল্লেখ্য, মহারাষ্ট্রে গত বছর বিধানসভা নির্বাচনের পর ১০ জন পরাজিত প্রার্থী এই মর্মে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে। এর সত্যতা নিয়ে ও প্রশ্ন তোলা হয়েছে। যাবতীয় অভিযোগ নস্যাৎ করে কমিশন জানায়, বহু পরীক্ষা ও নিরীক্ষণের তা সঠিক প্রমাণিত। এদিকে, কলকাতাতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ও জাতীয় নির্বাচন কমিশনের তরফেও ওই বার্তা ইতিমধ্যেই পৌঁছেছে। ইভিএমে অবৈধ হস্তক্ষেপ করা যায় না, স্পষ্ট করে দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত