কন্যাভ্রূণ হত্যা প্রতিরোধে হাফলঙে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সভা
হাফলং (অসম), ৩১ জুলাই (হি.স.) : কন্যাভ্রূণ হত্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে হাফলঙে ডিমা হাসাও জেলা উপদেষ্টা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। হাফলঙে আজ বৃহস্পতিবার অতিরিক্ত প্রধান চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিকের কার
কন্যাভ্রূণ হত্যা প্রতিরোধে হাফলঙে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সভা


হাফলং (অসম), ৩১ জুলাই (হি.স.) : কন্যাভ্রূণ হত্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে হাফলঙে ডিমা হাসাও জেলা উপদেষ্টা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

হাফলঙে আজ বৃহস্পতিবার অতিরিক্ত প্রধান চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে অনুষ্ঠিত সভার উদ্দেশ্য ছিল কন্যাভ্রূণ হত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রি-কনসেপশন অ্যান্ড প্রি-নেটাল ডায়াগনস্টিক টেকনিকস অ্যাক্ট, ১৯৯৪ (পিসি অ্যান্ড পিএনডিটি)-এর সাথে সম্মতি নিশ্চিত করা।

ডিমা হাসাও জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম-অধিকর্তা ডা. জেসমিন বেগমের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জেলার আল্ট্রাসাউন্ড ক্লিনিকগুলির মূল্যায়ন করা হয়। অতিরিক্ত প্রধান চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডা. মেরিনা চাংসন জানান, জেলায় সাতটি সরকারি এবং বেসরকারি উভয় স্বাস্থ্য প্রতিষ্ঠানে কার্যকরী আল্ট্রাসাউন্ড কেন্দ্র রয়েছে, যার মধ্যে হাফলঙে ছয়টি এবং উমরাংসোতে একটি।

ডিমা হাসাও জেলার বর্তমান স্বাস্থ্যসেবা চাহিদার তুলনায় অপর্যাপ্ত, যার ফলে প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা অন্যত্র পরিষেবা নিতে বাধ্য হচ্ছেন। স্বাস্থ্যসেবার পরিকাঠামোগত উন্নয়ন এবং যোগ্য কর্মীদের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হচ্ছে। সভায় তিনি প্রি-নেটাল ডায়াগনস্টিক টেকনিকের অপব্যবহার নিয়ন্ত্রণ ও প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, আইনের অধীনে লিঙ্গ নির্ধারণ একটি ফৌজদারি অপরাধ, যার সাথে জড়িতদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। পিসিপিএনডিটি আইনের লক্ষ্য কন্যাভ্রূণ হত্যা মোকাবিলা করা এবং লিঙ্গ অনুপাত উন্নত করা।

সভায় উপস্থিত জেলা উপদেষ্টা কমিটির সকল সদস্য কন্যাভ্রূণ হত্যা রোধে এবং মেয়েদের মূল্য দেওয়ার ক্ষেত্রে এক সুস্থ সমাজ গড়ে তোলার জন্য একসাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পদমর্যাদার আধিকারিক, কর্মচারী এবং অংশীদাররা।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande