বাঁকুড়া, ১ আগস্ট (হি.স.) : দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তা নিয়ে ক্ষোভে ফুঁসছে বাঁকুড়ার ইন্দপুর ব্লকের বেলডাঙ্গা-সহ আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, বারবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানিয়েও কোনও কাজ হয়নি। রাস্তা সারানোর কোনও উদ্যোগ চোখে পড়েনি।
বেলডাঙ্গা, ধানসাত, ইলামবাজার, মল্লিকডিহি, নয়দা ও জনড়া সহ ৮-১০টি গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করেন ইন্দপুর ব্লকের ব্রজরাজপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নয়দা মোড় থেকে বেলডাঙ্গা পর্যন্ত মাত্র তিন কিলোমিটার রাস্তা ধরে। কিন্তু সেই রাস্তাটির অবস্থা এমনই খারাপ যে বর্ষায় ছোট-বড় গর্তে জল জমে দুর্ঘটনা ঘটেই চলেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পরিস্থিতি এতটাই খারাপ যে কোনও রিকশাও ঢুকতে চায় না। জরুরি রোগীকেও খাটিয়ায় বয়ে নিয়ে যেতে হয়। শুক্রবারও এক বৃদ্ধাকে খাটিয়ায় করে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়। এমনকী সকালবেলায় এক সব্জিওয়ালা সাইকেল থেকে পড়ে গিয়ে তাঁর সব্জি কাদায় মিশে যায়। স্কুলপড়ুয়াদের অবস্থা আরও করুণ। এক মাসে অন্তত ১০ জন পড়ুয়া কাদা রাস্তায় পড়ে গিয়ে স্কুলে যেতে পারেনি বলে জানিয়েছে। তাদের দাবি, এমন দুর্ভোগ প্রতি বছর বর্ষায় নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ৫-৬ বছর ধরে এই রাস্তা সংস্কার হয়নি। এবার যদি দ্রুত কাজ না হয়, তা হলে বৃহত্তর আন্দোলন বা ভোট বয়কটের পথেই হাঁটবেন বলে জানিয়ে দিয়েছেন তাঁরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট