আগরতলা, ১ আগস্ট (হি.স.) : ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালী করার এবং আন্তঃসীমান্ত যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে যৌথ প্রচেষ্টাকে তরান্বিত করার জন্য ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ শুক্রবার ত্রিপুরা সফরে আসেন।
১ থেকে ৪ আগস্ট পর্যন্ত চার দিনের এই সফর একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মাইলফলক হিসেবে চিহ্নিত এবং বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে ত্রিপুরার ক্রমবর্ধমান ভূমিকার উপর আলোকপাত করে।
হামিদুল্লাহর সফরসূচীতে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এবং ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লুর সাথে গুরুত্বপূর্ণ বৈঠকও অন্তর্ভুক্ত রয়েছে। হাই কমিশনার বেশ কয়েকটি স্থানও পরিদর্শন করবেন, যার মধ্যে রয়েছে বাংলাদেশ সহকারী হাই কমিশন, আগরতলা ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি), আখাউড়া স্থলবন্দর, মৈত্রী সেতু, আশুগঞ্জ এবং নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন, যা আখাউড়া-আগরতলা রেল লিঙ্কের অংশ।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das