কলকাতা, ১ আগস্ট (হি. স.) : আগামী ৫ আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিদর্শনে হুগলি জেলার আরামবাগে যাচ্ছেন। এই যাত্রায় মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী রাজ্যের মুখ্যসচিব ড. মনোজ পন্থ। রাজ্য সচিবালয় নবান্নে সূত্রে জানা গিয়েছে, হুগলি জেলার আরামবাগ মহকুমার লাগোয়া পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও যাওয়ার সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে একযোগে দুই জেলার পুলিশ প্রশাসনের কাছে সেই খবর পৌঁছেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্যে প্রয়োজনীয় নির্দেশ ও পৌঁছে দেওয়া হয়েছে। উল্লেখ্য, একটানা বৃষ্টিতে বিপর্যস্ত হুগলি জেলার বিস্তীর্ণ এলাকা। সেইসঙ্গে জলাধার থেকে বিপুল পরিমাণে জল ছাড়া হয়েছে। এর ফলে শিরে সংক্রান্তি অবস্থা। একদিকে, বৃষ্টির জন্য নিচু এলাকায় জমে রয়েছে জল। যদিও সময় লাগবে তা নামতে। অন্যদিকে, ডিভিসি'র তরফেও ধাপে ধাপে জলাধার থেকে ছাড়া হয়েছে জল। এতেই বিপত্তি আরো বেড়েছে। জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। ফলতঃ দুইয়ের চাপে আরামবাগ মহকুমাতে খানাকুলবাসীর দুর্ভোগ চরমে। এদিকে, রাজহাটী ও বন্দর এলাকায় বরাবর জল জমে। ডিভিসি জল ছাড়লেই গোটা এলাকা বানভাসি । সেইসঙ্গে নন্দনপুর, হরিশচক, গড়েরঘাট ও রাণীচক জলের তলায়। কৃষিজমিতেই জল ছুটছে। যোগাযোগ ব্যবস্থা বলতে আপাতত ভরসা নৌকা। নিরাপদ স্থানে দুর্গতদের সরিয়ে নিয়ে যেতে এবছর জেলা প্রশাসন তথা খানাকুল মহকুমাতে ট্রাক্টর ব্যবহার করা হয়েছে। জলমগ্ন এলাকা থেকে সরাসরি মানুষকে বাঁচাতে এই ব্যবস্থায় খুশি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত