ত্রিপুরায় স্বাস্থ্য হাব গড়ে তোলার জন্য সরকার বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে : মুখ্যমন্ত্রী
আগরতলা, ১ আগস্ট (হি.স.) : ত্রিপুরাতে স্বাস্থ্য হাব গড়ে তোলার জন্য রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে। শুক্রবার কার্ল ল্যান্ডস্টেইনার অডিটোরিয়ামে আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) ম
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা


আগরতলা, ১ আগস্ট (হি.স.) : ত্রিপুরাতে স্বাস্থ্য হাব গড়ে তোলার জন্য রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে। শুক্রবার কার্ল ল্যান্ডস্টেইনার অডিটোরিয়ামে আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের নাগরিকরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার প্রতি আস্থাশীল হচ্ছেন। চিকিৎসার জন্য বহিরাজ্যে যাওয়ার প্রবণতাও অনেক হ্রাস পেয়েছে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আরও আধুনিক করতে রাজ্য সরকার প্রতিনিয়ত কাজ করছে। তিনি জানান, ২০০৫ সালে এই কলেজ যাত্রা শুরু করে। কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে যাদের অবদান রয়েছে তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। বর্তমানে সারা দেশেই আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের গরিমা রয়েছে। কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের এই গরিমা রক্ষা করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে, বিবেকনগরস্থিত রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শুভকরানন্দজি মহারাজ। স্বাগত বক্তব্য রাখেন আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. অনুপ কুমার সাহা। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাঃ তপন মজুমদার, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডাঃ অঞ্জন দাস, মেডিক্যাল এডুকেশনের অধিকর্তা ডাঃ এইচ. পি. শর্মা প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande