অমৃতসর, ৩০ জুলাই (হি. স.) : বাংলার চ্যাম্পিয়নশিপের খেতাব অধরা। স্বপ্ন ভঙ্গের অন্যতম কারণ হিসেবে বয়স চুরির অভিযোগ আনা হয়েছে। এদিকে, গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চ্যাম্পিয়নশিপের খেতাব অধরা রয়ে গেল বাংলার । অবশেষে রানার্স আপ খেতাব জয় করেই এ যাত্রায় থামতে হয়েছে বাংলা দলকে। বুধবার পাঞ্জাবের মাটিতে বাংলার ফুটবলারদের পরাজয় হয়েছে। অনূর্ধ্ব - ১৬, জাতীয় জুনিয়র ফুটবল চ্যাম্পিয়নশিপের পূর্ব নির্ধারিত ক্রীড়াসূচি অনুযায়ী, এদিন ছিল ফাইনাল খেলা। ড. বি সি রায় ট্রফিতে রানার্স - আপ হল বাংলা দল। বুধবার ফাইনাল খেলায় মণিপুরের কাছে ০ - ৩ গোলের ব্যবধানে হারল বাংলা। পাল্টা আক্রমণে বিপক্ষের শিবিরে হানা দিলে ও দাঁত ফোটাতে সম্পূর্ন ভাবে ব্যর্থ হয়েছে। এদিকে, বিতর্ক দানা বেঁধেছে। ঘটনায় প্রকাশ, কিন্তু মণিপুরের ৪, ৫ ও ১৩ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়দের বয়স ১৬ বছরের বেশি এই নিয়ে লিখিতভাবে সর্বভারতীয় ফুটবল সংস্থার কাছে অভিযোগ জানিয়ে মাঠ ছেড়েছে বাংলা দল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত