কলকাতা, ৩০ জুলাই (হি. স.) : মমতা বন্দ্যোপাধ্যায়ের বোলপুর সফরে জেলা কোর কমিটির আহ্বায়কের পদ পেয়েছেন অনুব্রত মণ্ডল। এবার তিনি ফিরে ফেলেন আগের ‘ওয়াই প্লাস উইথ এসকর্ট’ পর্যায়ের নিরাপত্তাও। মমতার সফরে কেষ্টর একাধিক প্রাপ্তিতে খুশি অনুগামীরা।
বীরভূমের প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি ছিলেন মমতার স্নেহধন্য অনুব্রত মণ্ডল। বোলপুর সফর চলাকালীন সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন অনুব্রত। বীরভূমের প্রশাসনিক বৈঠকের মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশেই দেখা যায় কেষ্টকে। তার অব্যবহিত পর বৈঠকশেষে জানা যায়, বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক হচ্ছেন প্রাক্তন সভাপতি অনুব্রত। মুখ্যমন্ত্রীর বীরভূম সফর শেষে আগের নিরাপত্তাও ফিরে পেলেন কেষ্ট। বুধবার বীরভূম জেলা পুলিশ সূত্রে খবর, অনুব্রত আবার ‘ওয়াই প্লাস উইথ এসকর্ট’ পর্যায়ের নিরাপত্তা পেয়েছেন। অর্থাৎ, আগের মতোই ব্যক্তিগত দেহরক্ষী থেকে বাড়ির নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ল কেষ্টর।
সম্প্রতি, বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে গালিগালাজ করার একটি অডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।(যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ)। এই ঘটনার পরেই অনুব্রত মণ্ডলের নিরাপত্তা কমিয়ে দেয় রাজ্য সরকার। ঘটনার নিন্দা করে তৃণমূল নেতাকে শোকজও করে তৃণমূল। যদিও পুলিশের তরফে এফআইআর দায়ের হয় তৃণমূল নেতার বিরুদ্ধে। এফআইআর দায়ের হলেও পুলিশ অফিসারকে গালিগালাজ দেওয়ার অভিযোগে কেষ্টকে গ্রেপ্তার করার সাহস পায়নি পুলিশ। শাস্তির দেওয়ার বদলে অনুব্রত মণ্ডলের গুরুত্ব বাড়িয়ে দিল দল।
হিন্দুস্থান সমাচার / সোনালি