লক্ষ লক্ষ টাকার অবৈধ কাঠ সহ এক পাচারকারী গ্রেফতার
শিলিগুড়ি, ১ জুলাই (হি.স.): লক্ষ লক্ষ টাকার অবৈধ কাঠ সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছেন ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা। ধৃত অভিযুক্তের নাম বিশ্বনাথ বর্মণ। সে মাটিগাড়া এলাকার বাসিন্দা। সূত্রের খবর, গোপন খবরের ভিত্তিতে সোমবার গভীর রাতে বন বিভাগ জলপাইমোড এল
লক্ষ লক্ষ টাকার অবৈধ কাঠ সহ এক পাচারকারী গ্রেফতার


শিলিগুড়ি, ১ জুলাই (হি.স.): লক্ষ লক্ষ টাকার অবৈধ কাঠ সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছেন ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা। ধৃত অভিযুক্তের নাম বিশ্বনাথ বর্মণ। সে মাটিগাড়া এলাকার বাসিন্দা। সূত্রের খবর, গোপন খবরের ভিত্তিতে সোমবার গভীর রাতে বন বিভাগ জলপাইমোড এলাকায় অভিযান চালিয়ে একটি সন্দেহজনক গাড়ি আটক করে। এরপর তল্লাশির সময় গাড়ি থেকে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করা হয়। এরপর চালককে কাঠের বৈধ কাগজপত্র দেখাতে বলা হলেও চালক বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে কাঠ পাচারের অভিযোগে চালককে গ্রেফতার করা হয়। বন বিভাগের মতে, কাঠ একটি গাড়িতে করে বিহারে পাচার করা হচ্ছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande