জালৌন, ১ জুলাই (হি.স.): মঙ্গলবার ওরাই কোতোয়ালি এলাকায় ড্রেনে পড়ে থাকা এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। খবর পেয়ে পুলিশ এবং ফরেনসিক দল পৌঁছে মৃত ব্যক্তিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ জানিয়েছে, মৃত স্থানীয় বৃদ্ধ হিসেবে শনাক্ত করা হয়েছে। নাম সতম বাল্মীকি। তিনি মদ্যপানে আসক্ত বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, তিনি হয়তো মদ্যপ অবস্থায় ড্রেনে পড়ে থাকতে পারেন। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া