জাতীয় চিকিৎসক দিবসে অভয়ার মর্মর মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি কংগ্রেসের
কলকাতা, ১ জুলাই (হি.স.): জাতীয় চিকিৎসক দিবসের আর জি কর হাসপাতালে অভয়ার মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়েছে রাজ্য কংগ্রেস। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার সহ রাজ্য নেতৃত্ব ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার আর.জি কর হাসপা
আরজিকর হাসপাতালের অভয়ার মর্মর মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি


কলকাতা, ১ জুলাই (হি.স.): জাতীয় চিকিৎসক দিবসের আর জি কর হাসপাতালে অভয়ার মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়েছে রাজ্য কংগ্রেস। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার সহ রাজ্য নেতৃত্ব ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার আর.জি কর হাসপাতালে অভয়ার প্রতি শ্রদ্ধা নিবেদনের তাৎপর্য তুলে ধরে প্রদেশ কংগ্রেসের সভাপতি। তিনি বলেন, বাংলার প্রকৃত রূপকার ডা: বিধানচন্দ্র রায় - এর জন্ম - মৃত্যু দিবস একইদিনে। এর পাশাপাশি চিকিৎসক দিবস উপলক্ষে মাল্যদান পর্ব চলেছে। তিনি আরো জানান যে, ডা: বিধানচন্দ্র রায়ে'র মতো মুখ্যমন্ত্রীর কড়া প্রশাসন বাংলায় বর্তমান থাকলে দুর্বৃত্তরা অভয়া কান্ডের মতো ঘৃণ্য কাজ করতে সাহসও পেত না। প্রদেশ সভাপতি এর সঙ্গে আরও উল্লেখ করেছেন যে, রাজ্যে ভেঙে পড়া চিকিৎসা ব্যবস্থা ও উপর্যুপরি নারী নির্যাতনের ঘটনার তাঁর কথা বারবার মনে পড়ছে। এর পরিপ্রেক্ষিতেই সারা বাংলা জুড়েই নতুন করে ডা: বিধানচন্দ্র রায়ে'র অনুপ্রেরণা ও দর্শনকেই খু়ঁজে পেতে আগ্রহী।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande