বেঙ্গালুরু, ১ জুলাই (হি.স.): কর্নাটকে নেতৃত্ব বদলের জল্পনায় ইতি টানলেন উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। মঙ্গলবার তিনি বলেন, আমি চাই না, কোনও বিধায়ক আমার হয়ে ব্যাট করুক। ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের দিকেই তাঁদের নজর দেওয়া উচিত। আমি চাই না, বিধায়করা আর আমার হয়ে কথা বলুক। যদি তাঁরা কথা না শোনেন, তাহলে হাইকমান্ড ব্যবস্থা নেবে। কংগ্রেসে কোনও দলাদলি নেই। আমি এখানে পরিবর্তন চাইছি না।
প্রসঙ্গত, বছর দু’য়েক আগে পালাবদল হয় কর্ণাটকে। বিজেপিকে হারিয়ে ক্ষমতায় আসে কংগ্রেস। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানো হয় সিদ্ধারামাইয়াকে। কংগ্রেসের জয়ের কারিগর শিবকুমার হলেও তাঁকে বসানো হয় উপমুখ্যমন্ত্রী পদে। ক্ষমতায় বসার পর সিদ্ধারামাইয়া ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মাইসুরু আরবান ডেভেলপমেন্ট (মুডা)-এর জমি কেলেঙ্কারির অভিযোগ ওঠে। তাঁর উপর ক্ষুব্ধ হন দলেরই একাংশ। সম্প্রতি সিদ্ধারামাইয়াকে ডেকে সতর্ক করে হাইকমান্ড। তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। শিবকুমার শিবিরের দাবি, ভোটে জেতার পর মুখ্যমন্ত্রী পদের মেয়াদ আড়াই বছর করে ভাগাভাগির কথা বলা হয়েছিল। এবার মুখ্যমন্ত্রী বদলের সময় এসেছে। বিধায়কদের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে সোমবার কর্নাটকে যান কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সিংহ সুরজেওয়ালা। ওই দিন দুপুর ২টো নাগাদ দলের বিক্ষুব্ধ বিধায়কদের সঙ্গে বেঙ্গালুরুতে বৈঠক করেন তিনি। এর পরেই মঙ্গলবার শিবকুমার সব মিটমাট করার বার্তা দিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ