কলকাতা, ১ জুলাই (হি. স.) : কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা জানালেন দক্ষিণ কলকাতার সাংসদ তথা কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়, বিধায়ক দেবাশিস কুমার সহ ৮ নম্বর বোরো'র চেয়ারপার্সন চৈতালি চট্টোপাধ্যায় ও স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন। কেওড়াতলা মহাশ্মশানে এক অনাড়ম্বর অনুষ্ঠানে কলকাতা পুরসভার আধিকারিক ও কর্মীরা অন্যান্যরাও উপস্থিত ছিলেন। একযোগে জন্ম ও মৃত্যুবার্ষিকী স্মরণ করা হয়েছে। এদিকে, জাতীয় চিকিৎসক দিবসের অনুষ্ঠানে চিকিৎসক ও নার্স এবং নিরলস পরিশ্রমের জন্যে স্বাস্থ্যকর্মীদের চিকিৎসক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত