মুখ্যমন্ত্রীর কনভয়ে কংগ্রেসের বোতল-হামলার প্ৰতিবাদে শ্ৰীভূমিতে প্রতিবাদ বিজেপির, ঘটনার পেছনে কাশ্মীর-যোগের অভিযোগ মন্ত্রী কৃষ্ণেন্দুর
শ্রীভূমি (অসম), ১ জুলাই (হি.স.) : মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার কনভয়ে কংগ্রেসের বোতল-হামলার প্ৰতিবাদে শ্ৰীভূমিতে আজ তীব্র প্রতিবাদ সংগঠিত করেছে জেলা বিজেপি। বোতল-হামলার ঘটনার পেছনে কাশ্মীরের যোগসূত্র রয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্
মুখ্যমন্ত্রীর কনভয়ে কংগ্রেসের বোতল-হামলার প্ৰতিবাদে শ্ৰীভূমিতে প্রতিবাদ বিজেপির


শ্রীভূমি (অসম), ১ জুলাই (হি.স.) : মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার কনভয়ে কংগ্রেসের বোতল-হামলার প্ৰতিবাদে শ্ৰীভূমিতে আজ তীব্র প্রতিবাদ সংগঠিত করেছে জেলা বিজেপি। বোতল-হামলার ঘটনার পেছনে কাশ্মীরের যোগসূত্র রয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।

আজ মঙ্গলবার শ্রীভূমি জেলা বিজেপির নেতৃত্বে নিউ করিমগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে ৬ নম্বর জাতীয় সড়কের বাইপাসে অবরোধ গড়ে তোলা হয়। দলীয় বহু পদাধিকারী, কাৰ্যকৰ্তা ও সমর্থক-জনতার অংশগ্রহণে সংগঠিত প্ৰতিবাদী বিক্ষোভ-কৰ্মসূচির নেতৃত্ব দিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বিজেপির জেলা সভাপতি সঞ্জীব বণিক, সদ্যপ্রাক্তন রাজ্যসভার সদস্য মিশনরঞ্জন দাস, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য। এক ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করেছিলেন তাঁরা।

বিক্ষোভকারীরা দুদিন আগে গোলাঘাটে সংগঠিত ঘটনার নিন্দা জানিয়ে ‘গৌরব গগৈ মুর্দাবাদ’, ‘কংগ্রেস মুর্দাবাদ ইত্যাদি স্লোগান দিয়ে বিষয়টির উচ্চস্তরের তদন্ত দাবি জানান।

প্রতিবাদস্থলে উপস্থিত সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে বলেন, এই ঘটনার সঙ্গে কাশ্মীরের কিছু উপাদানের যোগসূত্র থাকতে পারে। নিরাপত্তা বহরে বেষ্টিত মুখ্যমন্ত্রীর গাড়িকে লক্ষ্য করে হামলার পেছনে যে সব শক্তি রয়েছে, সেগুলিকে চিহ্নিত করতে অনুপুঙ্খ তদন্তের আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, ‘এভাবে কংগ্রেস গণতন্ত্রের ওপর আঘাত হানছে। আজ যদি এরা মুখ্যমন্ত্রীর ওপর বোতল ছুঁড়তে পারে, কাল গ্রেনেড ছুঁড়বে। মুখ্যমন্ত্রীর ওপর হামলাকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া জরুরি। তবে আইন অনুযায়ী শিক্ষা দেওয়া হবে তাদের।’

কংগ্রেসের তীব্র সমালোচনা করে মন্ত্রী পাল বলেন, ‘২০২৬-এর নির্বাচনে-তো নই-ই, অসমে আর কোনও দিন ক্ষমতায় ফিরবে না কংগ্রেস। ক্রমবর্ধমান হতাশা কংগ্ৰেসকে বেআইনি কাজ করতে বাধ্য করছে।’ গোলাঘাটে সংগঠিত ঘটনার নিন্দা করে মন্ত্রী কৃষ্ণেন্দু বলেন, জনসমর্থনের অভাবে বিরোধীরা এখন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করার কৌশল অবলম্বন করছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande