রেকর্ড রাজস্থানে, বাঘিনীর কোলে একসঙ্গে ৫টি শাবক
জয়পুর, ১ জুলাই(হি. স): দেশের ইতিহাসে প্রথম! রাজস্থানের জয়পুরের নাহারগড় বায়োলজিক্যাল পার্কে বাঘিনী ‘রানি’ একসঙ্গে ৫টি সুস্থ শাবকের জন্ম দিয়ে রেকর্ড গড়ল। পার্ক কর্তৃপক্ষ মঙ্গলবার শাবকদের ছবি ও ভিডিও প্রকাশ করেছে, যা ইতিমধ্যেই চমক জাগিয়েছে বনপ্রেম
রেকর্ড রাজস্থানে, বাঘিনীর কোলে একসঙ্গে ৫টি শাবক


জয়পুর, ১ জুলাই(হি. স): দেশের ইতিহাসে প্রথম! রাজস্থানের জয়পুরের নাহারগড় বায়োলজিক্যাল পার্কে বাঘিনী ‘রানি’ একসঙ্গে ৫টি সুস্থ শাবকের জন্ম দিয়ে রেকর্ড গড়ল। পার্ক কর্তৃপক্ষ মঙ্গলবার শাবকদের ছবি ও ভিডিও প্রকাশ করেছে, যা ইতিমধ্যেই চমক জাগিয়েছে বনপ্রেমী ও পর্যটকদের মধ্যে।

পার্কের প্রধান পশু চিকিৎসক ডঃ অরবিন্দ মাথুর জানিয়েছেন, গত ২৭ এপ্রিল রানি দুটি মেয়ে ও তিনটি ছেলে শাবকের জন্ম দিয়েছিল। দুই মাস পর্যবেক্ষণ ও সুরক্ষার পর এখন তাদের মায়ের সঙ্গে পার্কের খোলা এনক্লোজারে রাখা হয়েছে। বর্ষায় মাটির গন্ধ ও প্রকৃতির ছোঁয়ায় বেড়ে উঠছে নতুন প্রজন্ম।

শাবকদের ইতিমধ্যেই প্রাথমিক টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। তাদের মধ্যে একটি সাদা এবং বাকি ৪টি সোনালি বর্ণের। পারস্পরিক মিলেমিশে খেলার মাধ্যমে সামাজিক আচরণ ও মানসিক বিকাশে জোর দিচ্ছে পার্ক প্রশাসন। আগস্ট মাসে দেওয়া হবে বুস্টার ডোজও।

ডঃ মাথুর জানান, এর আগেও রানি ২০২৪ সালের মে মাসে তিনটি শাবকের জন্ম দিয়েছিল, যদিও তাদের মধ্যে একটি মারা যায়। বাকি দুই শাবক এখন সুস্থ এবং পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবার নতুন ৫ শাবকের আগমনে রানি আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।

প্রচণ্ড গরমের মধ্যে রানি ও তার শাবকদের জন্য বিশেষ ব্যবস্থারও আয়োজন করা হয়েছে। শীতল স্প্রে, পর্দা, এবং উন্নত পুষ্টিকর খাদ্য দিয়ে। পার্ক কর্তৃপক্ষের পর্যবেক্ষণে রানি ও তার সব শাবকই আপাতত সুস্থ ও নিরাপদ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande