কলকাতা, ১ জুলাই (হি. স.) : দক্ষিণ কলকাতার আইন কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। সরকারি এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই কড়া সমালোচনা করেছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস। পড়ুয়াদের তরফেও এ নিয়ে ক্ষোভ - বিক্ষোভ অব্যাহত। তাদের দাবি কলেজ খুলে দেওয়া হোক। সরকার পক্ষের তরফেও অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় এদিন সরব হয়েছেন। বিধানসভায় লবিতে চেয়ারে বসেই তিনি বলেন, আইন কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার যে সিদ্ধান্ত তা সঠিক নয়। যদিও এ নিয়ে পরিচালন সমিতি রয়েছে। সুতরাং নিশ্চিত করে তা খতিয়ে দেখছেন তারা। এর পাল্টা বিজেপির বিধায়ক অগ্নিমিত্র পল মঙ্গলবার বিধানসভায় পরিষদীয় দলের ঘরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। তিনি বলেন, সরকারি কলেজে ছাত্রীদের সুরক্ষা নেই। নারী সুরক্ষার নামে ঢক্কা নিনাদ রাজ্য সরকারের। অথচ, ফস্কা গেরো পরিস্থিতি। তাঁর আরো অভিযোগ - কলেজগুলোতে এই মুহূর্তে ধর্ষক রাজ প্রতিষ্ঠা হয়েছে। রাজ্য সরকার নির্বিকার। যদিও এ নিয়ে বিতর্ক থামছে না। তরজা অব্যাহত এবং বাদানুবাদ চলছে ও থামছে না। শাসক ও বিরোধী দুই দলের বিধায়কের ইচ্ছে অবিলম্বে কলেজ খুলে দেওয়া হোক।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত