পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই (হি.স.): খড়্গপুরে প্রবীণ বামনেতাকে রাস্তায় উপর বেদম মারধরের ঘটনায় আটক তৃণমূল নেত্রী বেবি কোলে। সোমবার অনিল দাসকে (ভীম) মারধর করেন বেবি ও তাঁর সঙ্গীরা। সোমবার খড়্গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অনিল দাস। তারপরে মঙ্গলবার বেবি কোলেকে আটক করে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অনিল দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বেবি কোলেও।
সোমবার রাতেই বেবি কোলেকে একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দেওয়া হয়। আবার মঙ্গলবার সকাল ৯টা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। জেলা পুলিশের এক আধিকারিক বলেছেন , ‘বেবি কোলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে মারধর, শারীরিক ভাবে কাউকে আঘাত করা-সহ একাধিক ধারায় (BNS-115, 117 প্রভৃতি) মামলা রুজু হয়েছে।
অন্যদিকে, বেবি কোলেও অনিল দাসের বিরুদ্ধে আর্থিক প্রতারণা, জালিয়াতি-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছেন।’ খড়গপুরের মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) ধীরজ ঠাকুর বলেন, ‘তদন্ত চলছে। আমরা সবকিছু খতিয়ে দেখছি।’
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত