দুই দিনব্যাপী ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা শুরু উদয়পুরে
উদয়পুর (ত্রিপুরা), ১ জুলাই (হি.স.) : মঙ্গলবার গোমতী জেলার উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্রে তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে বিদ্যালয় শিক্ষা দফতর, উদয়পুর পুর পরিষদ এবং গোমতী জিলা পরিষদের সহযোগিতা শুরু হয়েছে জেলা ভিত্তিক দুই দিনব্যাপী ভীষ্মদেব স্মৃতি শিশু
নাটক প্রতিযোগিতা


উদয়পুর (ত্রিপুরা), ১ জুলাই (হি.স.) : মঙ্গলবার গোমতী জেলার উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্রে তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে বিদ্যালয় শিক্ষা দফতর, উদয়পুর পুর পরিষদ এবং গোমতী জিলা পরিষদের সহযোগিতা শুরু হয়েছে জেলা ভিত্তিক দুই দিনব্যাপী ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা।

প্রদীপ প্রজ্জ্বলন করে প্রতিযোগিতার উদ্বোধন করেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়ও উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য মনোজিৎ ধর, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব প্রতিভা দে, জেলা তথ্য ও সংস্কৃতি সহ অধিকর্তা অজয় দে, নাট্য বিচারক পার্থ মজুমদার সহ আরও অনেকে।

অনুষ্ঠানের উদ্বোধক জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় বলেন, অভিনয় শিল্পের বিকাশ ও প্রসারে ভীষ্মদেব স্মৃতি ছোটদের নাটক প্রতিযোগিতা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন, নাটক শুধু একটি বিনোদন নয়, এটি সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর একটি অন্যতম মাধ্যম।

এই প্রতিযোগিতা ঘিরে শিশু শিল্পীদের মধ্যে বেশ উৎসাহ দেখা গিয়েছে। অন্যান্য অতিথিরা বর্তমান যুব সমাজকে বেশি করে নাটকে উৎসাহিত করতে দফতরের এই ধরণের উদ্যোগের প্রশংসা করেন এবং যুব সমাজকে সঠিক পথে চালিত করতে নাটকের ভূমিকার কথা তুলে ধরেন। এই প্রতিযোগিতায় জেলার ১৮টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। বুধবার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande