উদয়পুর (ত্রিপুরা), ১ জুলাই (হি.স.) : রেলে কাটা পড়ে মৃত্যু ৬২ বছর বয়সী বৃদ্ধের। মৃত ব্যক্তি নাম জগবন্ধু দেবনাথ। বাড়ি গোমতী জেলার উদয়পুর মহকুমার অন্তর্গত চন্দ্রপুর শীলটিলা এলাকায়।
জানা গিয়েছে, প্রতিদিনের মত মঙ্গলবার জগবন্ধু দেবনাথ জঙ্গল থেকে লতাপাতা আনার জন্য যান। লতাপাতা নিয়ে বাড়ি যাওয়ার পথে পেরাতিয়া ফরেস্ট অফিস সংলগ্ন রেল ব্রিজের নিচে বিশ্রাম করার জন্য বসেন। তাঁর অসাবধানতায় রেলে কাটা পড়েন।
এলাকাবাসীরা দেখতে পেয়ে উদয়পুর জিআরপি থানা ও রেলস্টেশনের কর্মীদের খবর দেয়। পরবর্তী সময় পরিবারের লোকজনকেও খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পরিবারের লোকজন মৃতদেহ সনাক্ত করেন।
পরিবারের লোকজন জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন জগবন্ধু দেবনাথ। প্রায় সময়ই রেললাইনে চলে আসতেন। এলাকাবাসীরা দেখতে পেয়ে বাড়িতে পৌঁছে দিতেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদয়পুর জিআরপি থানা ও গর্জি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ