আগরতলা, ১ জুলাই (হি.স.) : আন্তর্জাতিক অবৈধ মাদক চোরাচালান এবং অবৈধ মানব পাচার বিরোধী দিবস সম্পর্কে সমাজকে সচেতন করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলা টাউনহলে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দফতরের উদ্যোগে আয়োজিত এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক মেঘা জৈন সহ সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দফতরে আধিকারিকরা।
এদিনের এই কর্মসূচি সম্পর্কে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী টিংকু রায় বলেন, নেশার বিরুদ্ধে অভিযান রাজ্যে গণআন্দোলনের রূপ নিয়েছে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দফতরের আধিকারিক, এমন কি সচেতন মহলের মানুষের মধ্যে তৎপরতা রয়েছে নেশার বিরুদ্ধে সকলকে জাগ্রত করার জন্য। এই কাজে সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান রাখেন মন্ত্রী টিংকু রায়।
আগরতলা টাউন হলে আয়োজিত এই আলোচনাসভায় রাজধানী আগরতলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ