আলিপুর, ১১ জুলাই (হি. স.) নিম্নচাপ আর নেই- স্পষ্টভাবেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন ভারপ্রাপ্ত আধিকারিক ডঃ সোমনাথ দত্ত। তবে, আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও ভারি বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে, কয়েক পশলা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে, দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, যদিও এটা বর্ষাকালীন বৃষ্টি। তিনি আরও বলেন, নিম্নচাপ তো গতকাল, বুধবার সরে গেছে। আগামীকাল এ নিয়ে কোথাও কোনও সতর্কবার্তা নেই।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত