কলকাতা, ১১ জুলাই (হি.স.): শুক্রবার লর্ডসে ইংল্যান্ড এবং ভারতের মধ্যে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে জো রুট তার ৩৭তম টেস্ট সেঞ্চুরিটি করলেন। ইংল্যান্ডের এই ব্যাটসম্যান এখন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে টপকে দীর্ঘতম ফর্ম্যাটে সর্বাধিক সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন। রুটের চেয়ে বেশি শতরান আছে কেবল শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস এবং কুমার সাঙ্গাকারার।
টেস্টে সর্বাধিক শতরান
১)শচীন টেন্ডুলকার (ভারত) - ৫১
২)জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা) - ৪৫
৩)রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) - ৪১
৪)কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) - ৩৮
৫)জো রুট (ইংল্যান্ড) - ৩৭*
৬)স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া) - ৩৬
৭)রাহুল দ্রাবিড় (ভারত) - ৩৬
৮)ইউনুস খান (পাকিস্তান) - ৩৪
৯)সুনীল গাভাস্কার (ভারত) - ৩৪
১০)ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ) - ৩৪
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি