লন্ডন, ১১ জুলাই (হি.স.): বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্রের ক্যাটেরিনা সিনিয়াকোভা এবং নেদারল্যান্ডসের সেম ভারবেক জুটি উইম্বলডনের মিশ্র দ্বৈত শিরোপা জিতেছেন, ব্রিটেনের জো স্যালিসবারি এবং ব্রাজিলিয়ান লুইসা স্টেফানিকে ৭-৬(৩), ৭-৬(৩) গেমে হারিয়ে। সেন্টার কোর্টে ঘরের ফেভারিট স্যালিসবারি এবং স্টেফানির মুখোমুখি হয়ে, চেক-ডাচ জুটি তাদের সাহস ধরে রেখেছিল, যখন দ্বিতীয় সেটে স্টেফানিকে পায়ের সমস্যার কারণে বাধাগ্রস্ত হতে দেখা গিয়েছিল।
সিনিয়াকোভা যখন ওভারহেড স্ম্যাশ দিয়ে জয় নিশ্চিত করলেন, তখন এই জুটি একসঙ্গে তাদের প্রথম শিরোপা উদযাপন করলেন, সিনিয়াকোভার প্রথম মিশ্র দ্বৈত গ্র্যান্ড স্ল্যাম এবং ভারবিকের যেকোনও ধরণের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়। এটা খুবই বিশেষ, আমি বলতে চাইছি এর অর্থ অনেক। আমরা কোর্টে অনেক মজা করেছি এবং আমি সত্যিই এটি উপভোগ করেছি, এখানে সত্যিই একটি অসাধারণ সময় ছিল, ট্রফি তোলার পর সিনিয়াকোভা বলেছেন।
সিনিয়াকোভার এই জয়ের ফলে তার ১০টি গ্র্যান্ড স্ল্যাম মহিলা ডাবলস শিরোপা জয়ের সঙ্গে আরও এক ধাপ এগিয়ে গেল, যার মধ্যে রয়েছে জানুয়ারিতে আমেরিকান টেলর টাউনসেন্ডের সাথে অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জয়ের মুকুট।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি