পথ দুর্ঘটনায় মৃত্যু পুলিশকর্মীর
মুর্শিদাবাদ, ১১ জুলাই (হি.স.): পথ দুর্ঘটনায় মৃত্যু হল ট্র্যাফিক গার্ডের পুলিশকর্মীর। মৃত রাজকুমার কর্মকার মুর্শিদাবাদের সাগরদিঘি থানার সাব-ট্র্যাফিক গার্ডের দায়িত্বে ছিলেন। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর ১২ নম্বর জাতীয় সড়কের শেখদিঘি বাসস্ট্যান্ড
পথ দুর্ঘটনায় মৃত্যু পুলিশকর্মীর


মুর্শিদাবাদ, ১১ জুলাই (হি.স.): পথ দুর্ঘটনায় মৃত্যু হল ট্র্যাফিক গার্ডের পুলিশকর্মীর। মৃত রাজকুমার কর্মকার মুর্শিদাবাদের সাগরদিঘি থানার সাব-ট্র্যাফিক গার্ডের দায়িত্বে ছিলেন। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর ১২ নম্বর জাতীয় সড়কের শেখদিঘি বাসস্ট্যান্ড এলাকায় একটি পথ দুর্ঘটনা ঘটে। তিনি সেখানে পৌঁছে ওই দুর্ঘটনায় জখম মোটরবাইক আরোহীকে হাসপাতালে পাঠান। দুর্ঘটনাগ্রস্ত একটি গাড়ি জাতীয় সড়ক থেকে সরাচ্ছিলেন রাজকুমার, সে সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande