অতিভারী বৃষ্টি ও ধসের জেরে অবরুদ্ধ বদ্রীনাথমুখী জাতীয় সড়ক
চামোলি, ৩১ আগস্ট (হি.স.): অতিভারী বৃষ্টি ও ধসের জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে গঙ্গোত্রী, যমুনোত্রী ও বদ্রীনাথমুখী জাতীয় সড়ক। উত্তরাখণ্ডের চামোলি জেলার পুলিশ সূত্রে জানা গেছে, পাগলনালা, নন্দপ্রয়াগ, ভনেরপানি, কমেডার মতো এলাকাগুলি সংযোগকারী বদ্রীনাথ জাতীয় সড়
অতিভারী বৃষ্টি ও ধসের জেরে অবরুদ্ধ বদ্রীনাথমুখী জাতীয় সড়ক


চামোলি, ৩১ আগস্ট (হি.স.): অতিভারী বৃষ্টি ও ধসের জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে গঙ্গোত্রী, যমুনোত্রী ও বদ্রীনাথমুখী জাতীয় সড়ক।

উত্তরাখণ্ডের চামোলি জেলার পুলিশ সূত্রে জানা গেছে, পাগলনালা, নন্দপ্রয়াগ, ভনেরপানি, কমেডার মতো এলাকাগুলি সংযোগকারী বদ্রীনাথ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। জোশীমঠ-মলারি সড়কের উপরে তমক নালার কাছে একটি সেতু ভেসে গিয়েছে।

অন্যদিকে, কোটদীপেও রাস্তা বন্ধ। যমুনোত্রী জাতীয় সড়কের বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত। দেহরাদুন, উত্তরকাশী ও বাগেশ্বরের জেলাশাসকদের সজাগ থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande