নদিয়া, ৩১ আগস্ট (হি.স.): কৃষ্ণনগরের ছাত্রী ঈশিতা মল্লিক হত্যাকাণ্ডে বড়সড় সাফল্য পেল পুলিশ। ঈশিতা খুনের ঘটনায় অভিযুক্ত দেশরাজ সিংহের এক মামাকে গুজরাট থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম কুলদীপ সিং। তাকে নদিয়ার কোতোয়ালি থানায় আনা হয়েছে। অভিযোগ, খুনের ঘটনা জানার পরও দেশরাজকে লুকিয়ে থাকতে সাহায্য করা এবং ভুয়ো নথি তৈরি করে তাকে পালাতে সাহায্য করেছিল কুলদীপ।
জানা গেছে, শনিবার রাতেই তাকে আটক করা হয়। সে খুনের অস্ত্র সরবরাহ বা অন্য ষড়যন্ত্রে জড়িত থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পরে তাকে গ্রেফতার করা হয়। তবে দেশরাজ এখনও অধরা।
উল্লেখ্য, গত ২৫ অগস্ট নদিয়ার কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে মাথায় পর পর তিনটি গুলি করে বছর উনিশের ঈশিতা মল্লিককে খুন করা হয়েছিল বলে অভিযোগ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ