আগামীকাল শনিবার ৫১ হাজারেরও বেশি নিয়োগপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী মোদী
নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.): আগামীকাল শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি বিভাগে নিযুক্ত ৫১ হাজারেরও বেশি কর্মপ্রার্থীর নিয়োগপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী যুবকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। প
আগামীকাল শনিবার ৫১ হাজারেরও বেশি নিয়োগপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী মোদী


নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.): আগামীকাল শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি বিভাগে নিযুক্ত ৫১ হাজারেরও বেশি কর্মপ্রার্থীর নিয়োগপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী যুবকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, এবার দেশের ৪৭টি স্থানে ১৬ তম কর্মসংস্থান মেলার আয়োজন করা হবে। এই মেলার মাধ্যমে নির্বাচিত যুবকরা দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন এবং তারা শীঘ্রই তাদের নিজ নিজ বিভাগে দায়িত্ব গ্রহণ করবেন।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে এই নিয়োগ করা হচ্ছে, যার মধ্যে রয়েছে রেল মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডাক বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আর্থিক পরিষেবা বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অন্যান্য বিভাগ। এখন পর্যন্ত, সারা দেশে আয়োজিত রোজগার মেলার মাধ্যমে ১০ লক্ষেরও বেশি নিয়োগপত্র বিতরণ করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande