পশ্চিম সিংভূম, ১১ জুলাই (হি.স.): একের পর এক হাতিশাবকের মৃত্যুতে থমথমে হয়ে উঠেছে ঝাড়খণ্ডের সারান্ডার অরণ্যাঞ্চল। বৃহস্পতিবার রাতে আহত এক হাতির শাবকের মৃত্যুর পর সারান্ডা এলাকার অন্তর্গত মনোহরপুর ও সেরেংসিয়া গ্রামে স্তব্ধতা নেমে আসে। জানা গেছে ,জ্বলেনি গ্রামবাসীদের উনুন। অনেকেই আছেন উপবাসে। গ্রামের মানুষরা বলছেন, এই মৃত্যু আর নয়, ঈশ্বর যেন নিরীহ প্রাণীদের প্রাণ রক্ষা করেন।
সম্প্রতি আইইডি বিস্ফোরণে জখম হয়েছিল বেশ কয়েকটি হাতির শাবক। আহত আরও দুটি হাতিটির মৃত্যু হয়েছে। পশু চিকিৎসালয় সূত্রে জানা গেছে,চিকিৎসাধীন অবস্থায় যন্ত্রণায় ছটফট করে মারা যায় শাবকগুলি। গ্রামবাসীরা জানিয়েছেন, মৃত শাবক হাতির শরীরের ক্ষত ছিল ভয়ঙ্কর। বন দফতরের তরফে চেষ্টা চালানো হলেও প্রাণে বাঁচানো যায়নি। বিগত এক সপ্তাহেই ৩ টি হাতির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, ঘটনার তদন্ত ও হাতিগুলির মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বার করার দাবিতে সরব হয়েছেন পরিবেশপ্রেমীরা। বন দফতরের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য