দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ট্রেলারের ধাক্কা, চালকের মৃত্যু
মির্জাপুর, ১১ জুলাই (হি.স.): শুক্রবার সকালে চিল থানা এলাকার মির্জাপুর-আউরাই সড়কে এক পথদুর্ঘটনায় এক ট্রেলার চালকের মৃত্যু হয়েছে। পিছন থেকে আসা ট্রেলারটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। ট্রেলার চালকের গতি এতটাই তীব্র ছিল যে
দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ট্রেলারের ধাক্কা, চালকের মৃত্যু


মির্জাপুর, ১১ জুলাই (হি.স.): শুক্রবার সকালে চিল থানা এলাকার মির্জাপুর-আউরাই সড়কে এক পথদুর্ঘটনায় এক ট্রেলার চালকের মৃত্যু হয়েছে। পিছন থেকে আসা ট্রেলারটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। ট্রেলার চালকের গতি এতটাই তীব্র ছিল যে ট্রেলারের চালক কেবিনে আটকে যান। আর ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মধ্যপ্রদেশের মৌগঞ্জ জেলার হনুমান থানা এলাকার মিশ্রগওয়ান গ্রামের বাসিন্দা শম্ভু প্রসাদ সাকেত (২৮) শুক্রবার ভোর ৫টায় আউরাই থেকে ট্রেলারটি নিয়ে মির্জাপুরের দিকে যাচ্ছিলেন। পুরজাগির গ্রামের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা মারলে সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ জেসিবির সাহায্যে কেবিনে আটকে থাকা শম্ভুকে বের করে অ্যাম্বুলেন্সে করে মির্জাপুরের ট্রমা সেন্টারে পাঠায়। ততক্ষণে তার মৃত্যু হয়ে গেছে।

পকেটে পাওয়া প্যান কার্ড দেখে পুলিশ মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করে পরিবারকে খবর দেয়। পুলিশ মৃতদেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়।

---------------

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande