দুর্যোগপূর্ণ আবহাওয়াতে ট্রলার নিয়ে বন্দরে অপেক্ষায় হতাশ মৎস্যজীবীরা
কাকদ্বীপ, ১১জুলাই (হি. স.): উত্তাল গভীর সমুদ্র থেকে খালি হাতেই ফিরেছে বন্দরে এবং সাগরপাড়ে দাঁড়িয়ে রয়েছে একাধিক ট্রলার। এই মুহূর্তের এই ছবি সমুদ্র উপকূল অঞ্চলের। এখনও কাটছে না দুর্যোগপূর্ণ আবহাওয়া। ফলে এই বিপত্তি। কখনও ভারী থেকে অতি ভারী বৃষ্টি খার
সমুদ্র বন্দরে অপেক্ষায় ট্রলারগুলি নিয়ে মৎস্যজীবিরা


কাকদ্বীপ, ১১জুলাই (হি. স.): উত্তাল গভীর সমুদ্র থেকে খালি হাতেই ফিরেছে বন্দরে এবং সাগরপাড়ে দাঁড়িয়ে রয়েছে একাধিক ট্রলার। এই মুহূর্তের এই ছবি সমুদ্র উপকূল অঞ্চলের। এখনও কাটছে না দুর্যোগপূর্ণ আবহাওয়া। ফলে এই বিপত্তি। কখনও ভারী থেকে অতি ভারী বৃষ্টি খারাপ আবহাওয়ার জন্য গভীর সমুদ্র থেকে মৎস্যজীবীদের ফিরে আসার জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নিজেদের জীবনের ঝুঁকি না নিয়ে গভীর সমুদ্র থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে তাদের - নামখানা, কাকদ্বীপ, রায়দীঘি পাথর প্রতিমা সহ সুন্দরবন এলাকার মৎস্যজীবীরা।

উল্লেখ্য, গত ১৪জুন গভীর সমুদ্র থেকে মাছ ধরার জন্য সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম দু একদিন নদীর রুপোলি শস্য তথা ইলিশ মাছ আশানুরূপ পরিমাণে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে। মরশুমের শুরু থেকে ইলিশ পাওয়ার ফলে, মৎস্যজীবীরা ও ট্রলার মালিকরা লাভের মুখ দেখে। তাদের মুখে চাওড়া হাসি ফুটেছিল। বেশ কয়েকদিন পর থেকেই তা বাঁধা হয়ে দাঁড়ায় খারাপ আবহাওয়ার কারণেই। বারবার গভীর সমুদ্র থেকে ফিরে আসার জন্যে বার্তা জারি করে আলিপুর আবহাওয়া দফতরের তরফেও। সেই সঙ্গে সমুদ্র উত্তাল থাকার কারণে নিজের জীবনের ঝুঁকি না নিয়েই উপকূল অঞ্চল থেকে ফিরে আসতে একরকম বাধ্য হচ্ছেন মৎস্যজীবীরা। এর পরিপ্রেক্ষিতেই মৎস্যজীবী সংগঠন সূত্রে জানানো হয়েছে যে, সমুদ্রে মাছ থাকলেও তা প্রতিকূল পরিস্থিতির জন্যে ধরতে পারছেন না মৎস্যজীবীরা। মূলতঃ দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকার কারণেই কোনও ট্রলার জাল ফেলে মাছ ধরতে পারছে না। মূল কারণ, এখন গভীর সমুদ্রে নোঙর করে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই। তাই সমস্ত ট্রলারগুলি নিতান্তই বাধ্য হয়ে উপকূলের কাছাকাছি অবস্থান করেছে। মাছ না ধরে সমুদ্র থেকে বারবার ফিরে আসার কারণে ক্ষতির মুখেও পড়েছেন মৎস্যজীবীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটলে আবারও ট্রলারগুলি মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্র পাড়ি দেবে। কিন্তু সমুদ্র শান্ত না হলে কিভাবে তাঁরা মাছ ধরবেন তা নিয়েই এখন গভীর চিন্তায় মগ্ন তারা। তবে, সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর প্রথম দুই থেকে তিনদিন জালে ভালো মাছ পড়েছিল। এরপর থেকেই হঠাৎই সমুদ্র উত্তাল হয়ে ওঠে। এখন বেশিরভাগ সময়েই মৎস্যজীবীরা ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি অবস্থান করছেন বলে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande