সুকমা, ১২ জুলাই (হি.স.) : ছত্তিশগড়ের সুকমায় ২৩ মাওবাদী আত্মসমর্পণ করলেন। শনিবার তারা আত্মসমর্পণ করেন। পুলিশ জানিয়েছে, তাঁদের উপর মোট পুরস্কার ছিল ১ কোটি ১৮ লক্ষ টাকা। আত্মসমর্পণকারী মাওবাদীরা পিএলজিএ-র সবচেয়ে দক্ষ বাহিনী হিসেবে পরিচিত ১ নম্বর ব্যাটালিয়নের সদস্য বলে জানিয়েছেন সুকমার পুলিশ সুপার কিরণ চোহান।
তিনি বলেন, ‘মাওবাদী নেতাকর্মীদের দ্রুত মোহভঙ্গ হচ্ছে। তাই আত্মসমর্পণের প্রবণতা বাড়ছে।’ তিনি জানান, আত্মসমর্পণকারী লোকেশ ওরফে পোডিয়াম ভীমা, রমেশ ওরফে কালমু কেসা, কাওয়াসি মাসা, মাদকাম হুঙ্গা, নুপ্পো গাঙ্গি, পুনেম দেবে, পারস্কি পান্ডে, মাদভি জোগা, নুপ্পো লাচ্চু, পোডিয়াম সুখরাম এবং দুধি ভীমার প্রত্যেকের মাথার উপর ৮ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষিত ছিল।
হিন্দুস্থান সমাচার / সোনালি