কোচিং সেন্টারগুলি এখন 'শিকার কেন্দ্র'-এ পরিণত হয়েছে : উপরাষ্ট্রপতি
জয়পুর/কোটা, ১২ জুলাই (হি.স.) : বর্তমানে কোচিং সেন্টারগুলি এখন ''শিকার কেন্দ্রে'' পরিণত হয়েছে। এগুলি প্রতিভা আটকে রাখার অন্ধকার গর্তে পরিণত হয়েছে। শনিবার রাজস্থানের কোটায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি)-এর চতুর্থ সমাবর্তনে
কোচিং সেন্টারগুলি এখন 'শিকার কেন্দ্র'-এ পরিণত হয়েছে : উপরাষ্ট্রপতি


জয়পুর/কোটা, ১২ জুলাই (হি.স.) : বর্তমানে কোচিং সেন্টারগুলি এখন 'শিকার কেন্দ্রে' পরিণত হয়েছে। এগুলি প্রতিভা আটকে রাখার অন্ধকার গর্তে পরিণত হয়েছে। শনিবার রাজস্থানের কোটায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি)-এর চতুর্থ সমাবর্তনে কড়া ভাষায় কোচিং সেন্টারগুলিকে আক্রমণ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

তিনি বলেন, কোচিং সেন্টারগুলি অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে আছে, যা আমাদের ভবিষ্যৎ, আমাদের যুবসমাজের জন্য একটি গুরুতর সংকট হয়ে উঠছে। আমাদের এই উদ্বেগজনক পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে হবে। আমরা আমাদের শিক্ষাকে এভাবে কলঙ্কিত হতে দিতে পারি না।

তিনি ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রেখে নতুন শিক্ষানীতি সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, নতুন শিক্ষানীতি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে, কিন্তু কোচিং ইনস্টিটিউটগুলি নতুন শিক্ষানীতি অনুসরণ করছে না। তিনি আরও বলেন, কোচিং সংস্কৃতি দেশের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। কোচিং সেন্টারগুলি এখন শিকার কেন্দ্রে পরিণত হয়েছে। সারা দেশে কোচিং ইনস্টিটিউট খোলা হয়েছে। তারা আমাদের শিশুদের মনকে রোবটে পরিণত করছে। এর ফলে মানসিক সমস্যাও বাড়ছে। তিনি যুবসমাজকে ভারতের সম্পদ বলে বর্ণনা করেছেন।

কোচিং সেন্টারগুলোর বিজ্ঞাপনে বিপুল অর্থ ব্যয়ের সমালোচনা করে তিনি বলেন, “পত্রিকা এবং হোর্ডিংয়ে বিজ্ঞাপনের জন্য বিপুল অর্থ ব্যয় করা হয়। এই অর্থ আসে সেইসব শিক্ষার্থীদের কাছ থেকে, যারা ঋণ নিয়ে অথবা অনেক কষ্ট করে তাদের পড়াশোনার খরচ চালান।” এদিন জগদীপ ধনখড় বি.টেক কম্পিউটার সায়েন্সে শীর্ষস্থান অর্জনকারী অঙ্কুর আগরওয়াল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে শীর্ষস্থান অর্জনকারী ধ্রুব গুপ্তকে স্বর্ণপদক প্রদান করেন। অনুষ্ঠানে ১৮৯ জন প্রার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। রাজ্যপাল হরিভাউ বাগদে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande