ওডিশা, ১২ জুলাই (হি.স.) : ওডিশার বালাসোরে ফকির মোহন কলেজের বিভাগীয় প্রধানের যৌন হয়রানিতে অতিষ্ঠ হয়ে কলেজের ভেতরেই নিজের গায়ে আগুন ধরিয়ে দিলেন এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে শনিবার । ঘটনায় ছাত্রীটির শরীর ৯৫% দগ্ধ হয়ে গিয়েছে । তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর এক সহপাঠীও ৭০% দগ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। অভিযুক্ত বিভাগীয় প্রধানকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় ধৃতের পাশাপাশি কলেজের অধ্যক্ষকেও বরখাস্ত করে দিয়েছে উচ্চশিক্ষা বিভাগ।
অভিযোগ, বিভাগীয় প্রধান সমীর কুমার সাহু ইন্টিগ্রেটেড বিএড প্রোগ্রামের ওই ছাত্রীকে একাধিকবার যৌন হেনস্থা করেন। অভিযুক্ত ওই ছাত্রীর ভবিষ্যৎ নষ্ট করার হুমকিও দেন তিনি। গত ১ জুলাই ওই ছাত্রী কলেজের অভ্যন্তরীণ অভিযোগ কমিটিতে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁকে আশ্বাস দেওয়া হয়েছিল যে, সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ। শনিবার ছাত্রীটি এবং আরও কয়েকজন শিক্ষার্থী কলেজের গেটের বাইরে এই ঘটনার প্রতিবাদ শুরু করেন। সহপাঠীরা জানান, হঠাৎ করেই ছাত্রীটি অধ্যক্ষের অফিসের কাছাকাছি একটি এলাকায় ছুটে যান এবং নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। দগ্ধ ছাত্রীটি এবং তাঁকে বাঁচাতে গিয়ে আহত তাঁর এক সহপাঠী বর্তমানে ভুবনেশ্বরের এইমস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনার পর কলেজে বিক্ষোভ আরও তীব্র হয়। বালাসোরের পুলিশ সুপার রাজ প্রসাদ বলেন, “শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। বেশ কয়েকটি দল প্রমাণ সংগ্রহ করছে। যারাই দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
হিন্দুস্থান সমাচার / সোনালি