আইজল, ১২ জুলাই (হি.স.) : মিজোরামের ভারত-মায়ানমার সীমান্তবর্তী চামফাই জেলায় আসাম রাইফেলসের অভিযানে ১১২.৪০ কোটি টাকার মেথামফেটামিন ট্যাবলেটের এক বিশাল চালান বাজেয়াপ্ত করে।
আজ শনিবার আধাসামরিক বাহিনী আসাম রাইফেলস-এর জনসংযোগ আধিকারিক এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন। বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল শুক্রবার জোখাওথার গ্রামে টহল দিচ্ছিলেন আসাম রাইফেলস-এর জওয়ানরা। বিকালের দিকে টহলদারী জওয়ানরা দেখেন, আন্তর্জাতিক সীমান্তের কাছে দুই ব্যক্তি সামগ্ৰী ভরতি রাকস্যাক (বড় পিঠব্যাগ) বহন করে যাচ্ছেন। ওই দুই ব্যক্তিকে আটক করে তাদের ব্যাগ থেকে ৩.৩৩ লক্ষ মেথামফেটামিন ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মাদক পাচারকারীরা ভারত-মায়ানমার সীমান্ত দিয়ে প্রবাহিত তিয়াউ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে ওপাড়ে চলে গেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলি পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ায় জন্য জোখাওথার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, জানানো হয়েছে বিবৃতিতে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস