ভারতীয় আইনি ব্যবস্থা অনন্য চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে : প্রধান বিচারপতি
হায়দরাবাদ, ১২ জুলাই (হি.স.): ভারতীয় আইনি ব্যবস্থা অনন্য চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং এর সংশোধন প্রয়োজন। এমনটাই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই। শনিবার হায়দরাবাদের নালসার আইন বিশ্ববিদ্যালয়ের ২২-তম বার্ষিক সমাবর্তন
প্রধান বিচারপতি


হায়দরাবাদ, ১২ জুলাই (হি.স.): ভারতীয় আইনি ব্যবস্থা অনন্য চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং এর সংশোধন প্রয়োজন। এমনটাই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই। শনিবার হায়দরাবাদের নালসার আইন বিশ্ববিদ্যালয়ের ২২-তম বার্ষিক সমাবর্তনে প্রধান বিচারপতি গাভাই বলেন, যদিও আমাদের আইনি ব্যবস্থার সমাধানের প্রয়োজন, তবুও তিনি আশাবাদী যে তাঁর সহ-নাগরিকরা এই চ্যালেঞ্জগুলি উতরে যাবেন।

তিনি বলেন, দেশ এবং এর আইনি ব্যবস্থা বিচারে বিলম্বের মতো অনন্য চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে যা কখনও কখনও দশক ধরে চলতে পারে। তিনি আরও উল্লেখ করেন, কিছু ক্ষেত্রে বিচারাধীন অবস্থায় বছরের পর বছর জেলে থাকার পরও কেউ নির্দোষ প্রমাণিত হয়েছে। তিনি পাস আউট গ্র্যাজুয়েটদের তাদের ক্ষমতার জন্য নয়, বরং সততার জন্য পরামর্শদাতা খোঁজার পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং সুপ্রিম কোর্টের বিচারপতি পিএস নরসিমহাও সমাবর্তনে অংশ নিয়েছিলেন। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলঙ্গানা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পল।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande